ইঞ্জিন বিকল, পাবনা-রাজশাহী রেল যোগাযোগ বন্ধ
প্রকাশিতঃ 2:44 pm | September 26, 2021

কালের আলো সংবাদদাতা:
পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের টেবুনিয়া নামক রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটির সকালে টেবুনিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। বিকল ইঞ্জিনকে সরানোর পর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে।
কালের আলো/টিআরকে/এসআইএল