মমেকের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

প্রকাশিতঃ 1:29 pm | September 26, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনার উপসর্গ নিয়ে ও একজন করোনা শনাক্ত হয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনা ইউনিটে মোট আট জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় মারা যাওয়া এক জন হলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রওশন আরা (৪০)।

এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের নাসিমা বেগম (৬০), দুদু মিয়া (৫০), নূরজাহান (৭৫), আব্দুল খালেক (৭০), গৌরীপুর উপজেলার হাজী আতাউল্লাহ (৯০), নেত্রকোনার পূর্বধলা উপজেলার সুলতানা (৪০) ও শেরপুর সদরের নূরুল আমিন (৬০)।

ডা. মহিউদ্দিন খান আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আরও ১০ জন ভর্তি হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ১১২ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ১১ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ২০ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৩১৪টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৯৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে এবং সুস্থ হয়েছে ২০ হাজার ৮৩৫ জন।

কালের আলো/টিআরকে/এসআইএল