আফগানিস্তানে ১০ লাখ শিশু মৃত্যুঝুঁকিতে: ইউনিসেফ

প্রকাশিতঃ 4:37 pm | September 14, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

শীত আসার আগেই আফগানিস্তানের লাখ লাখ মানুষের খাবার ফুরিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি বলেছেন, তাৎক্ষণিক প্রয়োজন মেটানো না গেলে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রায় ১০ লাখ শিশু মারাও পড়তে পারে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) জেনিভায় জাতিসংঘের এক উচ্চপর্যায়ের সম্মেলনে আফগান সংকট নিয়ে বলতে গিয়ে তিনি এসব বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বহু দেশ আফগানিস্তানে সরাসরি সহায়তা বন্ধ করে দিয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্র ৬৪ মিলিয়ন মার্কিন ডলার (ছয় কোটি ৪০ লাখ) মানবিক সহায়তার ঘোষণা দেয়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেওয়া হবে।

হেনরিয়েটা ফোরে বলেন, চলতি বছর আফগানিস্তানে সংঘাতের কারণে ছয় লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সম্প্রতি গোষ্ঠীটি অন্তর্বর্তী সরকার গঠন করে।

কালের আলো/আরএস/এমএইচএস

Print Friendly, PDF & Email