ময়মনসিংহে পিস্তলসহ যুবক আটক
প্রকাশিতঃ 1:06 am | January 20, 2018
স্টাফ করেসপন্ডেন্ট :
ময়মনসিংহে পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দিনগত গভীর রাতে তাকে আটক নগরীর চরপাড়া মোড় এলাকা থেকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস বাদী হয়ে অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার তাকে আদালতে হাজির করা হবে।