চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষ
প্রকাশিতঃ 2:12 pm | August 17, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা তাদের অনুসারী ও কর্মী-সমর্থকদের নিয়ে সমাধিতে ফুল দিতে এলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে- এদিন সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করতে যান।
এদিকে, ঘটনার সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। এসময় কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গেও কথা বলেন তিনি।
আমানউল্লাহ আমান গণমাধ্যমকে জানান, জিয়ার মাজারে যাওয়ার অনুমতি নেওয়া আছে, তারপরও পুলিশ জিয়ার মাজারে যেতে দিচ্ছে না।
এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সমাধির গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে চলে গেছেন।
কালের আলো/এসআরবি/এমএম