বাংলাদেশের সাথে যৌথ টিকা উৎপাদনে সম্মত রাশিয়া: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 12:11 am | July 20, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

বাংলাদেশের সাথে যৌথ টিকা উৎপাদনে রাশিয়া সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন যে, বাংলাদেশের সাথে যৌথভাবে করোনার স্পুটনিক-ভি টিকা উৎপাদনে সম্মত হয়েছে রাশিয়া।

সোমবার (১৯ জুলাই) নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অনুষ্ঠিত ‘মধ্য ও দক্ষিণ এশিয়া: আঞ্চলিক সংযোগ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মোমেন বলেন, প্রায় সবকিছু এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশে স্পুটনিক-ভি টিকা বোতল জাত ও মোড়কীকরণের কাজ করতে সম্মত হয়েছে রাশিয়া।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত না অন্য দেশ টিকার ফর্মুলা অবমুক্ত করছে, ততক্ষণ পর্যন্ত রাশিয়াও তাদের টিকার ফর্মুলা উন্মুক্ত করবে না।

গত শুক্রবার উজবেকিস্তানের তাসখন্দে এক আন্তর্জাতিক সভায় অংশগ্রহণের পাশাপাশি রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সাথে করোনার টিকার ব্যাপারে আলোচনা করেন ড. আব্দুল মোমেন।

তিনি জানান, বাংলাদেশ সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সবাই বাংলাদেশকে সহায়তা করতে রাজি। এটাই এ সফরে সফলতা।

এই সফরকালে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক যোগাযোগ, উভয় দেশের করোনা মহামারি এবং টিকাদান পরিস্থিতি, অস্থায়ীভাবে বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের স্বদেশ প্রত্যাবাসন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

কালের আলো/বিএস/এমকেআর