দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা

প্রকাশিতঃ 10:08 am | July 18, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

চীন থেকে কেনা আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা হাতে পেয়েছে বাংলাদেশ।

শনিবার (১৭ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রাত ১১টা ৩৫ মিনিটে প্রথম চালানের ১০ লাখ টিকা পৌঁছায়। এরপর দিবাগত রাত ৩টার দিকে পৌঁছায় বাকি ১০ লাখ ডোজ টিকা।

বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসি ও এএইচ) শামসুল হক চীনের টিকাগুলো বুঝে নেন। সেখান থেকে তেজগাঁওয়ে সংরক্ষণাগারে নিয়ে রাখা হয় এই টিকাগুলো।

এর আগে গত ৩ জুলাই প্রথম চালানের ২০ লাখ ডোজ টিকা পায় বাংলাদেশ। এ ছাড়া চীনা সরকার উপহার হিসেবে বাংলাদেশকে ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেয়।

সংরক্ষণ করা সিনোফার্মের টিকাগুলো গত ১৩ জুলাই থেকে জেলা ও উপজেলা পর্যায়ে দেওয়া শুরু করেছে সরকার। চুক্তি অনুযায়ী, এখন পর্যন্ত চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ সরকার।

কালের আলো/ডিএসকে/জেএআরবি