জিম্বাবুয়েকে ২৭৭ রানের টার্গেট দিলো বাংলাদেশ
প্রকাশিতঃ 6:15 pm | July 16, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলঃ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ২৭৭ রান।
শুক্রবার (১৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১০২ রান করেন লিটন দাস।
শুরুতে ব্যাটিং করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রানই করতে পারেননি দুই ওপেনার তামিম ও লিটন। এরপর তৃতীয় ওভারের প্রথম বলেই জিম্বাবুয়ের পেসার মুজারাবানির বলে কাট করতে চেয়েছিলেন তামিম। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক চাকাভার গ্লাভসে জমা হয়। ৭ বল খেলে কোনো রান করার আগেই বিদায় নিতে হয় বাংলাদেশি ওপেনারকে।
এই নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৩৪ বার শূন্য রানে বিদায় নিলেন তামিম। যা বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ। তার পরেই অবস্থান মাশরাফির (৩৩)। এতদিন মাশরাফির সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করেছিলেন তামিম।

তামিম ও মাশরাফির পরে অর্থাৎ তালিকার তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ আশরাফুল। এই ডানহাতি ব্যাটসম্যান জাতীয় দলের জার্সিতে মোট ৩১ বার শূন্য রানেই বিদায় নিয়েছেন। এরপর আছেন যথাক্রমে মুশফিকুর রহিম (২৬) ও হাবিবুল বাশার (২৫)।
তামিম বিদায় নেওয়ার পর তিনে নামা সাকিব ক্রিজে এসেই ব্রাউন্ডারি হাঁকান। রানের চাকা সচল রাখার দিকেও দৃষ্টি দেন তিনি। অন্যদিকে লিটন তখনও ধীরে সুস্থে খেলার দিকেই মনোযোগী। কিন্তু মুজারাবানির করা নবম ওভারের দ্বিতীয় বলে অফসাইডের বাইরের শর্ট বলে কাট করতে গিয়ে বার্লের হাতে ক্যাচ তুলে দিলে শেষ হয় এই বাঁহাতির ২৫ বলে ৩ চারে সাজানো ১৯ রানের ইনিংস।
প্রস্তুতি ম্যাচে ভালো করলেও এদিন হতাশ করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ১৫ বলে ৫ রান করে ফেরেন তিনি। তবে একপাশ আগলে রেখে ধীরগতির ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন লিটন। মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে গড়েন ৯০ রানের জুটি। রিয়াদ ৩৩ রানে আউট হলে ভাঙে জুটিটি।
সেঞ্চুরি পূরণ করে আউট হন লিটন। ১১৪ বলের ইনিংসে ৮টি চারের মাধ্যমে করেন ১০২ রান। ৪১.৩ ওভারে এনগারাভার বলে আউট হন লিটন।

এরপর আলো ছড়ান আফিফ হোসেন ধ্রুব। ৩৫ বলে ৪৫ রানে বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। মেহেদী হাসান মিরাজ করেন ২৫ বলে ২৬ রান। মোহাম্মদ সাইফউদ্দিন ৮ রানে ও তাসকিন আহমেদ ১ রানে অপরাজিত ছিলেন।
জিম্বাবুয়ের লুক জঙ্গি নিয়েছেন ৩ উইকেট। ৯ ওভার বল করে দিয়েছেন ৫১ রান। ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা পেয়েছেন ২টি করে উইকেট। অপর উইকেটটি পান টেন্ডাই চাতারা।
কালের আলো/টিআরকে/এসআইএল