সীমান্তে হত্যা শূন্যে আনার আশ্বাস বিএসএফ ডিজির
প্রকাশিতঃ 2:42 pm | July 11, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) রাকেশ আস্থানা।
শনিবার (১০ জুলাই) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত তিনবিঘা করিডরসহ বিভিন্ন সীমান্ত পরিদর্শনে এসে তিনি এ আশ্বাস দেন।
এর আগে শনিবার (১০ জুলাই) দুপুর ২টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত তিনবিঘা করিডরে পৌঁছান তিনি।
বিএসএফ ডিজির সফরে তার স্ত্রী, বিএসএফের কলকাতা ইস্টার্ন কমান্ডের মহাপরিচালক (ডিজি) পঙ্কজ সিং, কোচবিহার-৪৫ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালকসহ উত্তরবঙ্গ সদরদফতরের বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বিএসএফের মহাপরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার ইয়াছির জাহান ও অধিনায়ক লে. কর্নেল ইসহাক।
সাক্ষাৎকালে বিজিবির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। প্রায় ৪০ মিনিটব্যাপী সৌজন্য সভায় সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে বিজিবির একটি সূত্র জানিয়েছে। এরপর ২ টা ৫০ মিনিটে বিএসএফের মহাপরিচালক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়ে বিএসএফের তিনবিঘা ও ভীম ক্যাম্প পরিদর্শন করেন।
এ বিষয়ে বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াছির জাহান হোসেন বলেন, বিএসএফের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। বিজিবি-বিএসএফের যৌথ টহল করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চালু করা হবে।
তিনি বলেন, যেকোনও সময়ের তুলনায় বর্তমানে উভয় দেশের জনগণের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান উল্লেখ্য করে সৌজন্য বৈঠকে বিএসএফ মহাপরিচালক উভয় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সীমান্তে চোরাচালান কমে যাওয়ায় বিজিবি-বিএসএফের যৌথ টহল অনেক বেশি কার্যকরী উল্লেখ্য করে তিনি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তা পুনরায় চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
সৌজন্য বৈঠক শেষে বিএসএফের মহাপরিচালক ও তার স্ত্রী এবং বিএসএফ কর্মকর্তাদের বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বিএসএফও বিজিবিকে শুভেচ্ছা স্মারক প্রদান করে।
প্রসঙ্গত, বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা দুই দিনের সফরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্ত পরিদর্শন করছেন। এছাড়াও তিনি বিএসএফের উত্তরবঙ্গ সদরদফতরে সৈনিক সম্মেলনেও বক্তব্য রাখবেন বলে সীমান্ত সূত্র নিশ্চিত করেছে।
কালের আলো/ডিএসবি/এমএম