‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে

প্রকাশিতঃ 10:38 am | July 11, 2021

কালের আলো ডেস্ক:

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে এই ‘চেয়ার’ প্রতিষ্ঠা করা হবে বলে আইসিসিআর শনিবার(১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে এবং বঙ্গবন্ধুর সম্মানে এই চেয়ার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আইসিসিআরের মহাপরিচালক দীনেশ কে পটনায়েক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক পিসি যোশি এ বিষয়ে আগামীকাল সোমবার একটি সমঝোতা স্মারক সই করবেন। পাঁচ শিক্ষাবর্ষের জন্য এই সমঝোতা চুক্তি কার্যকর থাকবে। চেয়ারটি পরিচালিত হবে বাংলাদেশবিষয়ক বিদেশি অধ্যাপক বা বিশেষজ্ঞ দ্বারা, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত হবেন।

গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় করা একটি সমঝোতা চুক্তির ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়। বাংলাদেশকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী উল্লেখ করে এতে আরও বলা হয়, বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার উদ্দেশ্য হবে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশের উন্নয়নকে আরও ভালোভাবে বোঝা এবং এর মধ্য দিয়ে দুই দেশের শিক্ষা, শিল্প ও সংস্কৃতি বিনিময়কে শক্তিশালী করা।

কালের আলো/এসকে/এমএম