বিশ্বে করোনায় মৃত্যের সংখ্যা ৩২ লাখ ৪১ হাজার ছাড়ালো
প্রকাশিতঃ 11:24 am | May 05, 2021

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) ৩২ লাখ ৪১ হাজার বেশি মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৪৯ লাখ ছাড়িয়েছে।
বুধবার(০৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে শনাক্ত হয়েছে মোট ১৫ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮ জন। এর মধ্যে মারা গেছেন ৩২ লাখ ৪১ হাজার ২৪ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৩ কোটি ২৪ লাখ ২৭ হাজার ২৮৬ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৬৫৯ জন। আর এ মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯২ হাজার ৪০৯ জনের।
এদিকে এশিয়ার মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা ভারতের। সেখানে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৬ লাখ ৫৮ হাজার ২৩৪ জন। মারা গেছেন ২ লাখ ২৬ হাজার ১৬৯ জন।
আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় লাতিন আমেরিকার দেশ ব্রাজিল দ্বিতীয় অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৮ লাখ ৬০ হাজার ৮১২ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৮ হাজার ৮২৯ জনের।
বাংলাদেশে এখন পর্যন্ত ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১১ হাজার ৭০৫ জনের। আর সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৫ হাজার ৩২ জন।
কালের আলো/এসজে/এমএম