দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ নায়ক আলমগীর

প্রকাশিতঃ 3:29 pm | May 02, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ

করোনা আক্রান্ত চিত্রনায়ক আলমগীরের অবস্থার উন্নতি হয়েছে। তবে দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ এসেছে তার।

বিষয়টি নিশ্চিত করে আলমগীরের মেয়ে জনপ্রিয় শিল্পী আঁখি আলমগীর বলেন, বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু দ্বিতীয়বার পরীক্ষাতে আবার তার করোনা পজিটিভ এসেছে। আশা করি জলদি সবকিছু ঠিক হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই। বাবার জন্য সবাই দোয়া করবেন।

গত ১৮ এপ্রিল সপরিবারে নমুনা পরীক্ষায় আলমগীরের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে, তার স্ত্রী সংগীতশিল্পী রুনা লায়লাসহ অন্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন আলমগীরের মেয়ে আঁখি আলমগীর। বর্তমানে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি আছেন এই অভিনেতা।

এদিকে আলগমীরের অসুস্থতা নিয়ে কেউ কেউ গুজবও রটিয়ে দিয়েছেন। অনেকে ফেসবুক ও অনলাইনে তার মৃত্যুর গুজব ছড়িয়ে দিয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আলমগীরের পরিবার।

আলমগীর ১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে অভিনয়ে এসে প্রায় চার দশকে ২৩০টি সিনেমায় অভিনয় করেন তিনি। প্রযোজনা ও পরিচালনা করেছেন বেশ কয়েকটি সিনেমা। অভিনয় করে নয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আলমগীর।

কালের আলো/টিআরকে/এসআইএল