ফের পিআইবির ডিজি পদে নিয়োগ পেলেন জাফর ওয়াজেদ

প্রকাশিতঃ 10:39 am | April 23, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র মহাপরিচালক (ডিজি) পদে সাংবাদিক জাফর ওয়াজেদকে পুনর্নিয়োগ দিয়েছে সরকার। আবারও দুই বছরের জন্য পিআইবি’র ডিজি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আইন, ২০১৮’ এর ধারা ৯ (২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) বা যোগদনের দিন থেকে আগামী ২ বছর ডিজি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক নিয়োগ পান বিশিষ্টজন সাংবাদিক জাফর ওয়াজেদ। সেই নিয়োগের মেয়াদ গত ২০ এপ্রিল শেষ হয়েছে।

কালের আলো/এসজে/এমএম