জেএমবির ভারপ্রাপ্ত আমীর গ্রেপ্তার
প্রকাশিতঃ 11:42 pm | April 10, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
রাজধানীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমীর রেজাউল হক রেজা ওরফে তানভীর মাহমুদ শিহাবকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
শনিবার (১০ এপ্রিল) বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রেজাউল বর্তমানে জেএমবির ভারপ্রাপ্ত আমীর ছাড়াও দাওয়া এবং বাইতুলমাল বিভাগের প্রধান। এছাড়াও তিনি জঙ্গি সংগঠনটির একমাত্র সূরা সদস্য।
পুলিশ জানিয়েছে, সর্বশেষ জেএমবির ভারপ্রাপ্ত আমীর ছিলেন ইঞ্জিনিয়ার খুরশিদ আলম। তিনি ২০১৮ সালে বন্দুকযুদ্ধে নিহত হন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার আবদুল মান্নান। তিনি জানান, রেজাউল একাধিক মামলার আসামি। তাকে সিটিটিসির হেফাজতে রয়েছেন। আগামীকাল রোববার (১১ এপ্রিল) তাকে আদালতে তোলা হবে।
কালের আলো/টিআরকে/এসআইএল