যুক্তরাজ্য বাদে ইইউ ও ১২ দেশের যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা বেবিচকের
প্রকাশিতঃ 10:48 am | April 02, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
করোনাভাইরাসের বিস্তার নতুন করে আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ এবং আরও ১২টি দেশ থেকে যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
বুধবার(৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বলেছে, আগামী শনিবার(০৩ এপ্রিল) থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ইউরোপের বাইরে নিষেধাজ্ঞার বাকি ১২টি দেশ হল- আর্জেন্টিনা, বাইরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।
বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার মধ্যে ইইউভুক্ত দেশগুলো ছাড়াও আছে আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে প্রবেশের সময় ও বিমানবন্দরে পৌঁছানোর পর অবশ্যই পিসিআরভিত্তিক কভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। ফ্লাইট বহির্গমনের ৭২ ঘণ্টার মধ্যে এই টেস্ট সম্পন্ন হতে হবে।
বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার বেবিচকের চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাজ্যে (ইউকে) কভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির সঙ্গে ফ্লাইট চলাচল চালু রাখা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সতর্কতা ছিল তাও কমানো হয়েছে। এই বিবেচনায় আমরা ইউকেকে বাদ দিয়েছি। যেহেতু ইউকের কন্ডিশন ভালো, তাই সেখান থেকে যে যাত্রীরা আসবেন তারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন। প্রয়োজনে পাসপোর্টও রেখে দেওয়া হবে যাতে করে তারা বাসার বাইরে না যান।
তিনি বলেন, বাকি যারা বিভিন্ন দেশ থেকে আসবেন তাদের ক্ষেত্রেও আমাদের সতর্ক হতে হবে। এখানে বিমানবন্দরে স্বাস্থ্য সুরক্ষা মেনে প্রবেশ করার পর তাদের বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রশাসনের মাধ্যমে তাদের তদরকি করা হবে যাতে কারও করোনা ঝুঁকিটা বেড়ে না যায়।
নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোতে ট্রানজিট নিয়ে যারা দেশে আসবেন, তাদের জন্যও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বেবিচক চেয়ারম্যান। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোতে ট্রানজিট নিয়ে যারা আসবেন, এ ক্ষেত্রে ট্রানজিট মানে হয়তো সেখানে গেছেন একদিন থেকে ফিরেছেন, তাদের ক্ষেত্রেও আমাদের বিশেষ নজর থাকবে। এদের জন্য নির্দেশনা হলো তারা আসার পরে হোটেলে বা কোয়ারেন্টাইনের জন্য সরকারি যে ফেসিলিটিস আছে, সেখানে চার দিন থাকতে হবে। এরপর তাদের পিসিআর টেস্ট হবে। সেখানে ফল নেগেটিভ এলে তারা বাকি দিনগুলোর জন্য হোম কোয়ারেন্টাইনে যাবেন।
কালের আলো/এসবি/এমএম