মিরপুর সেনানিবাসে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
প্রকাশিতঃ 9:19 pm | March 17, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মিরপুর সেনানিবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
বুধবার(১৭ মার্চ) মিরপুর সেনানিবাসে যথাযথ উৎসাহ-উদ্দীপনার সাথে সদর দপ্তর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের ব্যবস্থাপনায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসে জাঁকজমকপূর্ণ র্যালির আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল মোঃ আকবর হোসেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) জানায়, র্যালীতে মিরপুর সেনানিবাসের সকল ইউনিট/সংস্থা/প্রতিষ্ঠানের সদস্যরা অংশগ্রহণ করেন।
এছাড়াও মিরপুর সেনানিবাসে কর্মরত ঊর্ধতন কর্মকর্তা, অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকরা র্যালীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কালের আলো/এসবি/এমআরকে