করোনার টিকা নিলেন তামিম-সৌম্যরা

প্রকাশিতঃ 12:39 pm | February 18, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নিউজিল্যান্ড সফরের আগেই বৃহস্পতিবার করোনার টিকা নেবেন জাতীয় দলের ক্রিকেটাররা, সেটি জানা হয়েছে আগেই। বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই টিকা নিচ্ছেন তামিম-মুশফিকরা।

কুর্মিটোলা হাসপাতালে একে একে ভ্যাকসিনেশনের আওতায় আসছেন জাতীয় দলের ক্রিকেটার এবং স্টাফরা। বেলা পৌনে ১১টার দিকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। সবার আগে টিকা নিয়েছেন ড্যাশিং ওপেনার সৌম্য সরকার, এরপর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সাকিব আল হাসান ছুটিতে থাকায় তিনি আপাতত টিকা নিচ্ছেন না।

করোনার কারণে নিউজিল্যান্ড সফরে যাওয়ার পর কয়েকদিন কোয়ারেন্টাইনে থাকার পর পুরো দলকে জৈব সুরক্ষা বলয়ে একসঙ্গে হোটেলে থাকতে হবে। এজন্য সময় বিবেচনা করেই টাইগারদের করোনার টিকা নেওয়ার বিষয়ে এত গুরুত্ব দেওয়া হচ্ছে। এর আগে গত সোমবার টিকা নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রসঙ্গত, আগামী ১৯ মার্চ ডুনেডিনে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও ২৫ মার্চ তৃতীয় এবং শেষ ওয়ানডের পর ২৭ মার্চ হ্যামিল্টনে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৯ মার্চ নেপিয়ার এবং ৩১ মার্চ অকল্যান্ডে শেষ টি-টোয়েন্টি।

কালের আলো/ডিএসবি/এমএম