‘আনসার-ভিডিপি জননিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা রাখবে’

প্রকাশিতঃ 4:34 pm | February 11, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলিষ্ঠ ভুমিকা রাখবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক(ডিজি) মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

আরও পড়ুন: করোনার ভ্যাকসিন গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

তিনি বলেছেন, জাতির পিতার জনাশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বছরে অতীত ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে মুক্তিযুদ্ধের চেতনাকে মনে প্রাণে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুবিশাল এই পরিবারের সকল সদস্যরা পারস্পারিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে ‘আত্মনিবেদিত থেকে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

‘মুজিববর্ষের উদ্দীপনে বাহিনীর ভাবমূর্তি এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। জাতির পিতার সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬১ লক্ষ সদস্যের নিরলস প্রয়াস অব্যাহত থাকবে।’

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪১তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠান উপলক্ষে দেওয়া এক বানীতে আনসার-ভিডিপি ডিজি এসব কথা বলেন।

মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন, বিভিন্ন ধর্মীয় উৎসব এবং দুর্যোগ মোকাবিলাসহ জাতীয় ও সংকটময় মুহুর্তে দেশের সার্বিক আইনশৃঙ্খলা এবং জননিরাপত্তা রক্ষায় বাহিনীর সদস্যদের অনস্বীকার্য। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডেও বাহিনীর রয়েছে অসামান্য অর্জন

তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের মধ্যেও সকল সদস্যরা মৃত্যু ঝুঁকিকে উপেক্ষা করে অত্যন্ত সাহসিকতার সাথে বিভিন্ন হাসপাতালসহ সকল সরকারি/বেসরকারি স্থাপনায় তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে মানবিক সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

কালের আলো/ডিএসবি/এমআরকে