শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বিকল্প চ্যানেলে ফেরি চলাচল শুরু

প্রকাশিতঃ 1:01 pm | October 26, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পদ্মায় নাব্য সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১১ দিন বন্ধ থাকার পর বিকল্প চ্যানেলে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার(২৬ অক্টোবর) সকাল ৬টায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ‘ফেরি কিশোরী’ ও ‘ফেরি কাকলি’। ফেরিগুলো পদ্মার লৌহজং পয়েন্ট হয়ে পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের মাঝ দিয়ে চলাচল করছে।

ড্রেজিংয়ের সাহায্যে ওই চ্যানেল নতুন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এর আগে গতকাল রোববার বিকেলে পরীক্ষামূলকভাবে ‘ফেরি কুমিল্লা’ শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ীর উদ্দেশে ছাড়া হলে ফেরিটি নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিতে সক্ষম হয়। তবে বহরে থাকা সব ফেরি এখনই সচল হচ্ছে না।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, রোববার বিকেলে পরীক্ষামূলকভাবে ‘ফেরি কুমিল্লা’ কাঁঠালবাড়ীর উদ্দেশে ছাড়া হলে ফেরিটি নির্বিঘ্নে পদ্মা পাড়ি দেয়। তাই আজ সকাল থেকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে এখন ছোট ও মাঝারি আকারের ফেরি সীমিত পরিসরে চলবে। রাতের বেলা ফেরি বন্ধ থাকবে।

এদিকে, ফেরি চলাচল শুরু হওয়ায় এই নৌরুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নাব্য সংকট ও চ্যানেল বিপর্যয়ের কারণে কয়েক মাস ধরে ব্যাহত হলেও গত ১৫ অক্টোবর দুপুর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পুরোপুরি বন্ধ ছিল ফেরি চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়ে এ নৌরুটের হাজারো যাত্রী।

কালের আলো/এনএল/বিএস