দুর্লভ ছবিতে শেখ রাসেল

প্রকাশিতঃ 11:08 am | October 18, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন আজ (১৮ অক্টোবর)। ১৯৬৪ সালের এই দিনে জাতির পিতার স্মৃতিবিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন: মা ফজিলাতুন্নেছা মুজিবকেই ‘আব্বা’ বলে ডাকতো শেখ রাসেল

১৯৭৫ সালের ১৫ই আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনিদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলও।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। সবেমাত্র চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন তিনি। পড়তেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে।

আরও পড়ুন: শিশু শেখ রাসেলের আকুতি ‘আমাকে হাসু আপার কাছে পাঠিয়ে দিন’

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়- তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

মা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বোন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শিশু রাসেল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শিশু রাসেল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গী ছিলেন শিশু রাসেল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর কণ্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার সাথে শিশু রাসেল।
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার।
কোন এক সফরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেল ও শেখ রেহানা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তিন সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল।
বাবার সঙ্গে একান্তে শিশু শেখ রাসেল।

কালের আলো/এসবি/এমএইচএ