টেকনাফে পৌনে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার
প্রকাশিতঃ 12:56 pm | October 11, 2020

কালের আলো সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফে ৬ কোটি ৭৮ লক্ষ টাকা মূল্যমানের ২ লক্ষ ২৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন।
শনিবার(১০ অক্টোবর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের আওতাধীন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপি’র টহলদল এসব মাদক করে।
বিজিবি জানায়, ন্যাচারপার্ক বরাবর নাফ নদী হয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপি’র একটি বিশেষ টহলদল বর্ণিত এলাকা বরাবর নাফ নদীতে টহলে গমন করে গোপনে অবস্থান গ্রহণ করে।
পরবর্তীতে টহলদল ন্যাচারপার্ক বরাবর নাফ নদী দিয়ে ৪/৫জন ব্যক্তিকে ২টি নৌকা নিয়ে মিয়ানমার হতে শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। টহলদল অবৈধ অনুপ্রবেশকারীদের ধরার জন্য অনতিবিলম্বে চ্যালেঞ্জ করে। এ সময় ব্যক্তিরা তৎক্ষণাৎ টহলদলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। নিজেদের নিরাপদ ও কৌশলগত অবস্থান গ্রহণ করে টহলদলের কয়েকজন সদস্য সরকারী সম্পদ এবং নিজেদের জান ও মাল রক্ষার স্বার্থে পাল্টা গুলি বর্ষণ করে। বিজিবি’র পাল্টা গুলিবর্ষণে ভীত হয়ে সামনের নৌকায় থাকা ইয়াবা পাচারকারীরা নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং পিছনে অবস্থিত ইঞ্জিন চালিত নৌকায় স্থানান্তরিত হয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়।
বিজিবি জানায়, পরবর্তীতে টহলদল পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশী করে ৩টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে তার ভিতর হতে ৬ কোটি ৭৮ লক্ষ টাকা মূল্যমানের ২ লক্ষ ছাব্বির হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
কালের আলো/বিএসবি/এমএম