ময়মনসিংহে স্মার্টকার্ড বিতরণ শুরু

প্রকাশিতঃ 8:37 pm | August 08, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহ জেলার ভোটারদের স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ময়মনসিংহ পৌর সভার মেয়র ইকরামুল হক টিটুসহ বিশিষ্ট ব্যক্তিদের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়ার মাধ্যমে পৌর এলাকার ১ লাখ ৮১ হাজার ৪৫ জন ভোটারের মাঝে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহবুব হোসেন শাহ জানান, প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত কেন্দ্রে ভোটারকে উপস্থিত হয়ে স্মার্টকার্ড নিতে হবে। স্মার্টকার্ডের জন্য আগের ভোটার আইডি কার্ড আনতে হবে। আগের কার্ড জমা দেওয়ার পর বায়োমেট্রিক পদ্ধতিতে চোখের আইরিশ ও আঙ্গুলের ছাপ দিতে হবে। তারপর স্মার্টকার্ড পাবেন ভোটাররা।

তিনি আরও জানান, ৯ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভেটেরিনারি ট্রেনিং সেন্টারে ময়মনসিংহ পৌরসভার ১নং ওয়ার্ডের ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এরপর ১৩ থেকে ১৮ আগষ্ট পর্যন্ত পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে শহরের ২নং ওয়ার্ডের ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এভাবে আগামী ১০ অক্টোবর ২১ নং ওয়ার্ডে ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণের মধ্য দিয়ে ময়মনসিংহ পৌরসভার স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শেষ হবে।

এরপর জেলার অন্যান্য উপজেলায় স্মার্টকার্ড বিতরণ করা হবে বলে জানান নির্বাচন অফিসার মো. মাহবুব হোসেন শাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হারুন অর রশিদ, আঞ্চলিক নির্বাচন অফিসার মো. ইসরাফিল হোসাইন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহবুব হোসেন শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

কালের আলো/ওএইচ