সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

প্রকাশিতঃ 4:30 pm | August 08, 2018

ইবি প্রতিনিধি, কালের আলো:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইবি প্রেস ক্লাব ও ইবি সাংবাদিক সমিতি (ইবিসাস) এর যৌথ অয়োজনে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

বুধবার (৮ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইবিসাস’র সাধারণ সম্পাদক ইমরান শুভ্র’র উপস্থাপনায় বক্তারা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা করার ভিডিও ফুটেজ ও ছবি রয়েছে। এই ভিডিও ফুটেজ ও ছবি দেখে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বর্তমান সরকার এই রাষ্ট্রের অভিভাবক। এ দেশ ও জাতির আয়না স্বরূপ সাংবাদিকদের সুরক্ষা তাঁদেরকেই নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশকে সঠিক পথ দেখানোর মাধ্যম হিসেবে গণমাধ্যম অকার্যকর হয়ে পড়বে।

বিচারের দাবি জানিয়ে আরও বক্তব্য দেন ইবি প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন রুদ্র, সাধারণ সম্পাদক আসিফ খান, দপ্তর সম্পাদক শাহাদাত তিমির, সাংবাদিক সমিতির সভপতি আবদুল্লাহ আল ফারুক, সহ-সভাপতি মাহফুজ মিশু প্রমুখ।

কালের আলো/কবির/ওএইচ