পুরোনো ছন্দ ফিরে পেতে চান মিরাজ

প্রকাশিতঃ 4:07 pm | September 14, 2020

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

স্পিনারদের জন্য খুবই কঠিন বিদেশের মাটিতে সাফল্য পাওয়া। বাংলাদেশের তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ এই ধারা থেকে বেরিয়ে সফল্যে আশাবাদী।

ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখিয়েছিলেন মিরাজ। কিন্তু বিদেশের মাটিতে প্রত্যাশা পূরণে ব্যর্থ তিনি। এই পর্যন্ত দেশের বাইরে মিরাজের পারফরমেন্স একেবারেই মাঝারিমানের।

দেশে-বিদেশে পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকলেই একাদশে সুযোগ পাওয়ার নিশ্চয়তা থাকে। বিষয়টা অনুধাবন করতে পেরে তরুণ স্পিনার মিরাজ বলেন, ‘বিদেশের মাটিতে ভালো করা স্পিনারদের জন্য সব সময়ই চ্যালেঞ্জিং এবং আমার জন্য আরো বেশি চ্যালেঞ্জিং। আমি মনে করি, বিদেশের মাটিতে লাইন-লেন্থ ধরে রাখা উচিত। ইকোনমি রেট ভালো করতে এক জায়গায় ধারাবাহিকভাবে বল করতে হবে।’

২২ টেস্টে ৯০ উইকেট নেওয়া তরুণ স্পিনার আরো বলেন, ‘উপমহাদেশের স্পিনাররা ঘরের মাঠে যতটা ভালো করেন, বিদেশে ঠিক তেমনটা পারেন না। শুধু তাই নয়, এশিয়ার বাইরে ভালো করা আরো কঠিন। আমি আমার ত্রুটিগুলো নিয়ে কঠোর পরিশ্রম করেছি।’

নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ও বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির পরামর্শ মিরাজের জন্য ভালোই হচ্ছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি ভেট্টোরির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বিদেশের মাটিতে ভালো করার জন্য তিনি আমাকে বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন। ভবিষ্যতে তাঁর কাছ থেকে আরো ভালো কিছু পরামর্শ পাব।’

ক্যারিয়ারের প্রথম তিন বছরের মতো ভালো অবস্থায় নেই মিরাজ। এ সম্পর্কে তিনি বলেন, ‘আগের অবস্থায় ফিরে যেতে আমি সর্বাত্মক চেষ্টা করছি। কঠোর পরিশ্রম করছি। অভিষেকের পর আমি প্রথম তিন বছর খুবই ভালো করেছি। সর্বশেষ দু-তিনটি সিরিজে আমি মোটেও ভালো করতে পারিনি।’

বোলিংয়ে এখনো পুরোপুরি ছন্দ ফিরে পাননি উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকদিন পর বোলিং করছি। কিন্তু ভালো বোলিং করতে না পারায় কিছুটা অস্বস্তিবোধ করছি। তবে আজ কিছুটা ভালো লাগছে। আমার বিপক্ষে যে ব্যাটসম্যানরা খেলছে, তারাও ভালো খেলছে। তবে আমি মনে করছি, আমার আরো ভালো বল করা প্রয়োজন। আশা করছি, দ্রুতই আমি ছন্দে ফিরতে পারব।’

কালের আলো/এসবি/পিপিএস