জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার হলেন মাঈন উল্লাহ চৌধুরী

প্রকাশিতঃ 10:47 pm | September 12, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দক্ষিণ সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী।

শনিবার(১২ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানে জাতিসংঘ কার্যক্রম শুরু করে ২০১১ সালে। বাংলাদেশের ১টি কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের যাত্রালগ্ন থেকে নিয়োজিত।

মিশনে বর্তমানে ১টি পদাতিক কন্টিনজেন্টসহ বাংলাদেশের সর্বমোট ৩টি কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে ইউএনএমআইএসএস মিশনে নিয়োজিত। এই মিশনে বর্তমানে ১৬৪৪জন বাংলাদেশি শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত আছে।

শিগগিরই মেজর জেনারেল মো: মাঈন উল্লাহ চৌধুরী দক্ষিণ সুদানে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে যোগ দিবেন।

কালের আলো/এসআর/এমএইচএ