জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণে শীর্ষে বাংলাদেশ
প্রকাশিতঃ 9:50 pm | September 12, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সর্বাধিক সৈন্য প্রেরণ করে পৃথিবীতে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ৬ হাজার ৭৩১ জন বাংলাদেশি সৈন্য শান্তিরক্ষী হিসেবে কাজ করছেন। এতে বাংলাদেশ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করেছে।
আইএসপিআর জানায়, বর্তমানে শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণকারী দেশের সংখ্যা ১১৯টি। সৈন্যের দিক দিয়ে ৬৬৬২ জন শান্তিরক্ষী মোতায়েন করে ইথিওপিয়া এই তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
প্রসঙ্গত, উপমহাদেশের মধ্যে ভারতের ৫৩৫৩জন ও পাকিস্তানের ৪৪৪০ জন নিয়ে ৫ম ও ৬ষ্ঠ অবস্থানে রয়েছে।
কালের আলো/এসবি/এমএম