শেখ হাসিনাকে নেপালের প্রধানমন্ত্রীর ফোন

প্রকাশিতঃ 9:13 pm | September 01, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

মঙ্গলবার(০১ সেপ্টেম্বর) বিকালে এই ফোন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রেস সচিব জানান, দুই প্রধানমন্ত্রীর মধ্যে কুশল বিনিময় ছাড়াও গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাপকালে জানান, বাংলাদেশ নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে।

কালের আলো/এসআর/এমএইচএ