দেড় কোটি টাকার বার্মিজ ইয়াবাসহ আটক ১

প্রকাশিতঃ 12:46 pm | September 01, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কক্সবাজারে বিজিবির অভিযানে ১ কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজন আটক হয়েছেন।

সোমবার(৩১ আগস্ট) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বালুখালী বিওপি জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র দক্ষিণ রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে মোঃ জামাল উদ্দিনকে আটক করে।

পরে আটককৃতের দেওয়া তথ্যমতে বাড়ীর উঠানে গর্ত করে অতিকৌশলে লুকায়িত রাখা ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ও দুইটি দেশীয় রামদা উদ্ধার করে বিজিবি।

বিজিবি জানায় আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১ এক কোটি ৫০ লক্ষ ১ হাজার টাকা। আটককৃত মালামালসহ আসামীকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

কালের আলো/এসবি/এমএইচএ