ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নারীর মৃত্যু
প্রকাশিতঃ 12:30 am | July 24, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে নদ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকালে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে তিনি ডুবে যান। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
কালের আলো/ওএইচ