ময়মনসিংহে অবৈধভাবে মজুদকৃত টিসিবির পণ্যসহ আটক ১
প্রকাশিতঃ 9:32 pm | July 30, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে মজুদ রাখার অপরাধে মো. সাইদুল ইসলাম (৫০) নামে এক ডিলারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। এসময় টিসিবির ৯৬ বস্তা চিনি, ৪২ বস্তা ডাল ও ২১ হাজার ১৬২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪’র একটি দল বুধবার (২৯ জুলাই) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজার এলাকার মেসার্স আজিজ অয়েল মিলসে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত টিসিবির ওইসব পণ্যসহ অবৈধ মজুদদার সাইদুল ইসলামকে আটক করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাবাদে জানা গেছে, আটককৃত সাইদুল টিসিবির একজন ডিলার। সে দীর্ঘদিন ধরে টিসিবির নিয়ম নীতি না মেনে নিত্য প্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুদ রেখে তার দোকানে ও গুদাম ঘরে মজুদ রেখে বাজারে বেশী দামে বিক্রি করে আসছিল।
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ফুলবাড়িয়া থানায় মামলা করা রয়েছে বলেও জানিয়ে র্যাব-১৪।
কালের আলো/ওএইচ