ময়মনসিংহ নগরীতে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ
প্রকাশিতঃ 7:09 pm | June 25, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহ নগরীর বাউন্ডারী রোড এলাকায় দিন-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার বিকেলে এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. ড.মীর মিজানুর রহমান।
ভুক্তভোগী জানায়, সোমবার সকাল ১০টার দিকে অজ্ঞতনামারা পাঁচ তলা বাসার দু’তলার একটি ইউনিটের দরজার লক কেটে এবং তালা ভেঙ্গে বাসায় প্রবেশ করে। পরে তারা আলমারী তালা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, দু’টি স্বর্নের লকেট, দু’টি চেইন ও দু’টি আংটি চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী অ্যাড. ড.মীর মিজানুর রহমান বলেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে তদন্ত চলছে।
কালের আলো/ওএইচ