ময়মনসিংহে যুবলীগ নেতার অফিসে অগ্নিসংযোগের ঘটনায় ডিসিকে স্মারকলিপি

প্রকাশিতঃ 11:22 pm | June 21, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য আজাদ শেখের রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসককে (ডিসি) স্মারকলিপি দিয়েছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২১ জুন) বিকেলে মহানগর যুবলীগ নেতা গোলাম মোস্তফা শামীম ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশেল অনি’র নেতৃত্বে জেলা প্রশাসক (ডিসি) ড.সুভাষ চন্দ্র বিশ্বাসের কাছে স্মারকলিপি প্রদান করেন দলটির নেতা-কর্মীরা।

এর আগে বুধবার (২০ জুন) স্থানীয় আকুয়া হাবুন বেপারী মোড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা আজাদ শেখ ও ফরিদ শেখের পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোর্শেদ, বাপ্পী ও স্বপন নামের তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার জের ধরে স্থানীয় মহানগর যুবলীগ নেতা আজাদ শেখের ব্যক্তিগত রাজনৈতিক অফিসে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

অগ্নিসংযোগের ফলে অফিসের আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্র পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কালের আলো/আরআইএ