করোনা: অনলাইনে শতভাগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বিইউপি
প্রকাশিতঃ 8:26 pm | May 07, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে অনলাইনে শতভাগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ও (বিইউপি)।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ২৬ মার্চ থেকে লকডাউন শুরু হয়। সাধারণ ছুটি ঘোষণা করা হয় সারাদেশে। তবে শিক্ষায় যেন পিছিয়ে না পড়ে সেজন্য অনলাইনে শতভাগ একাডেমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটিতে।
শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে বিইউপির উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের নির্দেশনায় অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।
জানা যায়, অফিস অব দি ইভ্যালুয়েশন, ফ্যাকাল্টি আ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্টের (ওইএফসিডি) তত্ত্বাবধানে এবং আইসিটি অফিসে সহায়তায় অনলাইন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিতভাবে উপাচার্যের সভাপতিত্বে ডিনস কমিটির সভা হচ্ছে।
গত ৩ ও ৪ মে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং ডিনদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সভায় অংশগ্রহণ করে সবার মত শোনার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক এবং ইন্টারঅ্যাকশন অনলাইন ক্লাসকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
প্রসঙ্গত, করোনা মহামারী পরিস্থিতির উন্নতি এবং দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিইউপি অনলাইনে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।
কালের আলো/এসআর/এমএইচএ