জাপানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
প্রকাশিতঃ 7:46 pm | April 19, 2020

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
জাপানের ওগাসাওয়ারা দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার(১৯ এপ্রিল) রাতে টোকিও থেকে দক্ষিণে অবস্থিত এই দ্বীপটি ভূমিকম্পের আঘাতে পুরোপুরি কেঁপে উঠে।
মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, ভূমিকম্পে পুরো দ্বীপটি কেঁপে উঠলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া সুনামিরও কোনো সতর্কতা জারি করা হয়নি।
এদিকে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল জাপানের শিজোউকা নামক এলাকা থেকে ৮৮৫ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশে।
প্রসঙ্গত, ওগাসাওয়ারা নামের ওই দ্বীপটি জাপানে বনিন দ্বীপপূঞ্জ নামেও পরিচিত। এটি ইউনেস্কোর তালিকাভুক্ত একটি পর্যটন এলাকা।
কালের আলো/বিএমএম/ডিএসএ