মসজিদুল হারাম ও নববীতে প্রবেশ এবং আঙিনায় নামাজ বন্ধ

প্রকাশিতঃ 1:55 pm | March 20, 2020

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

আওয়ার ইসলাম: সারাদেশে সব মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণার পর এবার মক্কার মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববির বাইরের প্রাঙ্গণে নামাজ আদায় ও ঢুকতে বারণ করে দিয়েছে সৌদি আরব। শুক্রবার জুমার দিনে বিশেষ করে এটা কর্যকর করা হবে।

শুক্রবার(২০ মার্চ) সৌদি সংবাদ মাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল প্রেসিডেন্সি অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট’স অ্যাফেয়ার্সের মুখপাত্র টুইটার বার্তায় বলেছেন, ‘করোনা প্রতিরোধে কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা ও স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কাবা ও মসজিদে নববীতে জন সমাগম ও নামাজ বন্ধ রাখা হয়েছে।’

সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে জানানো হয়, কর্তৃপক্ষ, নিরাপত্তা ও স্বাস্থ্য সংস্থাগুলো দুই মসজিদের বাইরের প্রাঙ্গণে লোকজনের প্রবেশ ও নামাজ আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ২০ মার্চ শুক্রবার থেকে এটা কার্যকর করা হবে।

সৌদি আরবে নতুন করে আরো ৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭৪ জনে। এর মধ্যে একজন বাংলাদেশি প্রবাসী।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পবিত্র নগরী মক্কায়। সেখানে আক্রান্তের সংখ্যা ৬৪, এরপরই রয়েছে রাজধানী রিয়াদ ৬০, কাতিফ ৪৪, ইস্টার্ন রিজিয়ন ৪৪, জেদ্দা ২৬, দাহরান ৬, আল হাসা ২, জিজান ২, আল খোবার দাম্মাম ইসির ১ জন।

পরিস্থিতি মোকাবেলায় সৌদি সরকার ইতিমধ্যে স্কুল কলেজ সরকারি-বেসরকারি অফিস আদালত মসজিদের নামাজ আদায়, বাজার, মার্কেট, বিনোদন পার্ক, বিয়ে-শাদী, সিনেমাসহ সব ধরনের জামায়াত নিষিদ্ধ করেছে।

এদিকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট এর কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সূত্র: আল আরাবিয়া, আনাদুলু এজেন্সি, সৌদি প্রেস এজেন্সি ।