‘বাংলা ভাষার সমৃদ্ধি ও উৎকর্ষতার জন্য সকলের কাজ করে যেতে হবে’
প্রকাশিতঃ 6:10 pm | February 20, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলা ভাষার সমৃদ্ধি ও উৎকর্ষতার জন্য সকলকে কাজ করে যাওয়ার আহবান জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ‘ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুধু দিবস পালন করলেই হবে না, আমাদের মায়ের ভাষা বাংলাকে ভালোবাসতে হবে। আর সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কাজে প্রমাণ করে দেখাতে হবে।’
আলোচনা সভায় নটর ডেম কলেজের অধ্যক্ষ ড.জর্জ কমল রোজারিও’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো.হুমায়ূন কবীর, নটর ডেম কলেজের বাংলা বিভাগের প্রভাষক আতিকুল বাশার প্রমুখ। এসময় কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/ওএইচ