আসিফকে বুকে জড়িয়ে বৃদ্ধ বললেন ‘স্বপ্ন পূরণ করবা তুমিই’
প্রকাশিতঃ 8:18 pm | February 03, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
সবেমাত্র ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এসেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আসিফ আহমেদ।
আরও পড়ুন: কাউন্সিলর ও নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আতিকুলের শ্রদ্ধা
নিজ এলাকায় এসে পৌঁছতেই হঠাৎ থেমে গেলো তার গাড়ি। সোজা গাড়ি থেকে নেমেই স্থানীয় জনসাধারণের দোরগোড়ায় নিজেকে সমর্পণ করলেন।
দ্রুতলয়ে বাড়িতে না ছুটে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। দূর থেকে এই দৃশ্য দেখে লাঠিতে ভর করে অশীতিপর এক বৃদ্ধ সামনে এসে দাঁড়ালেন।
শান্ত এবং সৌম্যভাবের আসিফ হাত উঁচিয়ে সালাম দিতেই অপরিচিত সেই বৃদ্ধ বুকে জড়িয়ে নিলেন তাকে।
মাথায় আশীর্বাদ করে আবেগমথিত কন্ঠস্বরে বলছিলেন ‘অনেক দোয়া করি বাবা। তুমি উচ্চবংশের সন্তান। তোমার নিজের ভোগ-বিলাস নাই। আমাদের মতোন গরিবরা তোমার জন্য আল্লাহ’র কাছে দোয়া করেছে।
তুমি আমাদের স্বপ্ন পূরণ করবা। মনের মতো করে এই ওয়ার্ড গুছাইও। এরচেয়ে বেশি কিছুর দাবি নাই আমগর।’
এমন ঘটনাপ্রবাহ সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদিয়া হাউজিং’র বছিলা এলাকায়। অভূতপূর্ব এই আবেগঘন দৃশ্যের স্বাক্ষী তখন বছিলা এলাকার পথ চলতি মানুষেরা।

আসিফ বুকে জড়ানো বৃদ্ধের কাছ থেকে দোয়া নিয়ে আবারও হাঁটতে শুরু করলেন। ততক্ষণে উৎসাহীদের অনেকেই নিজেদের সেলফোনে ধারণ করছিলেন অবারিত ভালোবাসার এমন সব ছবি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে আসিফ আহমেদ নিজেকে সীমাবদ্ধতার দেয়ালে বন্দি না করে আবারও ওয়ার্ডের বাসিন্দাদের দূয়ারেই কড়া নেড়েছেন।
জনপ্রতিনিধিরা যেখানে ভোটে জিতে নিজেদের গুটিয়ে রাখেন সেখানে উল্টো স্রোতেই যেন গা ভাসিয়েছেন প্রতিশ্রুতিশীল এই তরুণ আওয়ামী লীগ নেতা।
অতীতে কথিত জনতার কাউন্সিলরের ক্ষমতার অপব্যবহার, নিজের আখের গুছানোর মহোৎসব দেখেছে মোহাম্মদপুর, চান মিয়া হাউজিং, জাফরাবাদ, কাদেরাবাদ, বছিলাসহ ৩৩ নম্বর ওয়ার্ডের আপামর সাধারণ মানুষ।
সেই দু:সহ যাতনা থেকেই এই ওয়ার্ডের বাসিন্দাদের মুক্ত করে শান্তি এবং সমৃদ্ধির স্বপ্নই দেখিয়েছেন এই ওয়ার্ডের নতুন কাউন্সিলর আসিফ। সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই এখন নিজের কর্মপরিকল্পনা সাজাচ্ছেন বিনয়ী ও উদ্যমী এই কাউন্সিলর। সময় এখন কেবলই অপেক্ষার।
স্বপ্ন বাস্তবায়নে স্বার্থক রুপকার হয়েই চিরচেনা সেই হাসির দ্যুতি ছড়াবেন, নামে নয় কাজ দিয়েই সত্যিকারের জনতার কাউন্সিলর হবেন সৎ ও ব্যক্তিত্ববান আসিফ আহমেদ, এমন প্রত্যাশা সবার।
কালের আলো/ডিএ/এমএম