ফুলপুরে ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
প্রকাশিতঃ 11:48 pm | May 09, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের ফুলপুরে সাদেকুর রহমান নামে এক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুব আলম জানান, দুপুরে স্থানীয় ছাত্রলীগ নেতা মিলনের সঙ্গে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাদেকুরের চরপাড়া এলাকার লোকজনের ঝগড়া হয়। এর জের ধরে সন্ধ্যায় নিজের মৎস্য খামার থেকে বাড়ি ফেরার পথে মিলনের লোকজন তাকে এলোপাতারি কুপিয়ে আহত করেন।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
কালের আলো/ওএইচ