খেলার মাঠেই হার্ট অ্যাটাকে মারা গেলেন ক্রিকেটার

প্রকাশিতঃ 9:55 am | December 06, 2019

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট মাঠে হার্ট অ্যাটাকে মারা গেলেন ভারতের তরুণ ক্রিকেটার মিঠুন দেববর্মা। তাঁর বাড়ি আগরতলা থেকে ২৫ মাইল দুরে বিশালগড়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ত্রিপুরার আগরতলায় মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, মঙ্গলবার ত্রিপুরার আগরতলায় অনূর্ধ্ব-২৩ দলের খেলা প্র্যাকটিস ম্যাচ চলাকালীন ম্যাচের একটি মুহূর্তে হঠাৎ মাঠে পড়ে যান মিঠুন দেববর্মা। এরপর দ্রুতই তাকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকে এ তরুণ ক্রিকেটারের মৃত্যু হয়েছে।

এদিকে, তরুণ ক্রিকেটার মিঠুনের মৃত্যুতে ত্রিপুরা ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে।

কালের আলো/এডিবি