কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু রোববার
প্রকাশিতঃ 5:55 pm | November 16, 2019

কালের আলো ডেস্ক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রোববার (১৭ নভেম্বর) শুরু হবে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ভর্তি পরীক্ষার মিডিয়া কমিটির সভাপতি অধ্যাপক ড. রশিদুন নবী।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর প্রথমবারের মতো এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষাও থাকবে। নতুন পদ্ধতিতে দেড় ঘণ্টায় ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষার সময় ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার সময় ৪০ মিনিট।
পাঁচটি ইউনিটের আওতায় ২৩টি বিভাগে ১০৬০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৪ হাজার ৮২২টি।
১৭ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী এ ভর্তিযুদ্ধ। এরপর ১৮ নভেম্বর ‘বি’ ইউনিট, ১৯ নভেম্বর ‘সি’ ইউনিট, ২০ নভেম্বর ‘ডি’ ইউনিট এবং ২১ নভেম্বর ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাঁচটি ইউনিটের মধ্যে ‘এ’, ‘বি’ এবং ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।
কালের আলো/এডিবি