টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচ রাজকোটে সন্ধ্যা সাড়ে ৭টায়

প্রকাশিতঃ 3:52 pm | November 07, 2019

কালের আলো ডেস্ক:

গুজরাটের রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলতি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ ও ভারত।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে এই দুই দল।

ঘূর্ণিঝড় ‘মহা’র প্রভাবে খেলা মাঠে গড়ানো নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা আর নেই বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্যনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মহা’ এখন আরব সাগরে অবস্থান করছে। তবে ঘূর্ণিঝড়টি ক্রমেই দুর্বল হয়ে আসছে। সকাল থেকে সূর্যের আলোও দেখা গেছে।

ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বর্ষণের কারণে বুধবার সন্ধ্যায় সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পানি জমে ছিল অনেকক্ষণ। ম্যাচের জন্য নির্ধারিত পিচ ঢেকে রাখা হয়েছে কাভার দিয়ে।

তবে বৃষ্টির কারণে পিচের ক্ষতি না হলেও আউটফিল্ড স্লো হওয়ার সম্ভাবনা আছে। ফলে বাউন্ডারি হাঁকানো ব্যাটসম্যানদের জন্য কিছুটা কঠিন হবে। আবার পিচে ঘাস থাকায় বোলাররা বাড়তি সুবিধাও পাবেন।

কালের আলো/এডিবি
নভেম্বর ৭, ২০১৯