কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতির বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশিতঃ 9:46 pm | October 30, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কলাবাগান ক্রীড়া চক্রের চেয়ারম্যান শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার(৩০ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন।
এর আগে ২০ সেপ্টেম্বর রাতে ক্লাবটির সভাপতি শফিকুল আলমকে গ্রেপ্তার করে র্যাব। ২১ সেপ্টেম্বর তাকে অস্ত্র ও মাদক আইনে দুইটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অভিযোগ রয়েছে, ফিরোজের তত্ত্বাবধায়নে একটি জালিয়াত চক্র বহু বছর ধরে ধানমন্ডি, পান্থপথ, কলাবাগান ও রাজাবাজার এলাকার বিভিন্ন জমির কাগজপত্র জালিয়াতি করে অবৈধ দখল ও হয়রানি করে আসছে। এই কাজে তারা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের ব্যবহার করে বলেও অভিযোগ রয়েছে।
দুদকের অভিযোগে বলা হয়েছে, শফিকুল আলম ২০১৭-২০১৮ অর্থবছরে নিজ নামে অকৃষি সম্পত্তি হিসেবে এক কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৪৭০ টাকা আয় করেছেন। কিন্তু ওই সম্পত্তির মূল্য অনেক বেশি বলে দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে। এছাড়া অনুসন্ধানকালে তার সুনির্দিষ্ট কোনো বৈধ আয়ের উৎস খুঁজে পাওয়া যায়নি।
কালের আলো/বিও/এমএএ