ইউনিসেফের ইয়ুথ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে বশেফমুবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

প্রকাশিতঃ 10:53 pm | September 27, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

তরুণদের দক্ষতা উন্নয়নে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. সামসুদ্দিন আহমেদ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

বার্তায় প্রফেসর ড. সামসুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর পাওয়া এই পুরস্কারের মাধ্যমে তরুণদের অগ্রগতিতে বাংলাদেশের কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল। এটি আমাদের জন্য বড় অর্জন। এই পুরস্কার দেশ ও জাতির সম্মান এবং গৌরব বৃদ্ধি করেছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএন প্লাজার ইউনিসেফ ভবনের ল্যাবুইসে হলে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) প্রদত্ত এই পুরস্কার গ্রহণ করেন। তুমুল করতালির মধ্যে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেন।

কালের আলো/এমএ/এমএইচএ