সংসদের চতুর্থ অধিবেশনর সমাপ্তি

প্রকাশিতঃ 10:14 pm | September 12, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মাত্র চার কার্যদিবস চলার পর শেষ হলো জাতীয় সংসদর চতুর্থ অধিবেশন।

বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন শেষ হওয়া সংক্রান্ত রাষ্ট্রপ্রতির আদেশ পড়ে শোনান।

এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সমাপনী বক্তব্য রাখেন।

একাদশ জাতীয় সংসদের এই অধিবেশন ৮ সেপ্টেম্বর শুরু হয়। সংক্ষিপ্ত এই অধিবেশন একটি বিল পাস হয়। আন্তর্জাতিক মাতৃভাষা বিলসহ চারটি বিল উত্থাপন হয়।

কালের আলো/বিআর/এমএম