চাঁদপুরে ইমামের কক্ষ থেকে ৩ শিশুর মৃতদেহ উদ্ধার

প্রকাশিতঃ 5:57 pm | August 30, 2019

কালের আলো প্রতিবেদক:

চাঁদপুরের মতলবে পূর্ব কলাদী জামে মসজিদের ইমামের কক্ষ থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পর তাদের উদ্ধার করা হয়।

এদের মধ্যে একজন ওই মসজিদের ইমাম জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল নোমান (৮)।

বাকি দুজন হলো- মতলবের উত্তর নুলুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (১৫) এবং নাটশাল গ্রামের কামাল পাটোয়ারির ছেলে ইব্রাহিম (১২)।

বিষয়টি নিশ্চিত করে ডিউটি অফিসার জহিরুল ইসলাম বলেন, মরদেহগুলোর মধ্যে ইমামের শিশুও রয়েছে। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তারা তিনজনই জুমার নামাজ পড়তে মসজিদে এসেছিলো। নামাজের পর ইমামের কক্ষ থেকে তাদের দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণ থানার ওসি স্বপন আইচ জানান, মরদেহের শরীরে কোনো ধরণের আঘাত বা ক্ষতচিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

কালের আলো/বিআর/এমএম