মা-স্বামীর সাথে ধুমপান করছেন প্রিয়াঙ্কা, ছবি ভাইরাল

প্রকাশিতঃ 11:32 pm | July 21, 2019

শোবিজ ডেস্ক, কালের আলো:

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সিগারেট খাওয়ার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে বয়ে যাচ্ছে নিন্দার ঝড়। কিছুদিন আগে প্রিয়াঙ্কা চোপড়া তার জন্মদিনে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিয়ামি গিয়েছিলেন। ছবিটি সেখানেই তোলা।

ছবিতে দেখা যাচ্ছে স্বামী নিক জোনাস ও তার মা সহ কয়েকজনের সাথে বসে একটি বিচে সিগারেট টানছেন প্রিয়াঙ্কা। শুধু প্রিয়াঙ্কা নয় নিক জোনাস ও মা মধু চোপড়া টানছেন চুরুট।

প্রিয়াঙ্কা গত বছরই একটি সংস্থার হয়ে একটি বিজ্ঞাপন করেন। সেখানে হাঁপানি নিয়ে সচেতনতার কথা বলেন তিনি। এও জানান তার এই রোগ রয়েছে ৫ বছর বয়স থেকে।

এ কারণে তিনি ধুমপান থেকে সকলকে বিরত থাকতে আহ্বান জানান। তবে ওই ছবি প্রকাশের পর সেই বক্তব্যের সূত্র ধরেই প্রিয়াঙ্কাকে আক্রমণ করছেন নেটিজেনরা।

একদিকে তিনি হাঁপানির জন্য ইনহেলারের বিজ্ঞাপন করছেন, অন্যদিকে বাজি পোড়ানোর বিরুদ্ধে কথা বলছেন। আর সেখানে নিজেই বসে ধূমপান করে যাচ্ছেন। কেউ কেউ কটাক্ষের সুরে বলেছেন, বাহ এত তাড়াতাড়ি হাঁপানি সেরে গেল!

তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি প্রিয়াঙ্কা। এমনকি মধু চোপড়াও বিষয়টি নিয়ে একদম চুপ আছেন।

কালের আলো/এআর/এমএ