এরশাদের শারীরিক অবস্থার আরও অবনতি, কাজ করছে না অর্গান
প্রকাশিতঃ 8:38 pm | July 04, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা খুবই অবনতির দিকে গেছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
তিনি বলেছেন, উনার শরীরের কোনো অর্গান ঠিকমতো কাজ করছে না। তার কিডনি ফাংশন পুরোপুরি চালু নয়। ফলে শরীরের বর্জ্যগুলো বের হতে পারছে না। এছাড়া তার ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে। শ্বাসকষ্টও বেড়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএম কাদের।
তিনি বলেন, এই অবস্থায় অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেওয়ার পরও কাজ হচ্ছিল না। তখন ডাক্তাররা আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিলেন কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। তাই আজ বিকেল থেকে এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে’ বলেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে এরশাদকে নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছিল। গুজব ছড়ানো হচ্ছিল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি খবর আমরা জানাব। ভালোমন্দ যা-ই হোক আমরা আপনাদের তাৎক্ষণিকভাবে জানাব।’
ব্রিফিংয়ে জিএম কাদের আরও বলেন, ‘সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। এরশাদের রিপোর্টগুলো ইমেইলে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো হয়েছিল। সেখান থেকে বলা হয়েছে, রোগীর অবস্থা ভেরি ভেরি ভেরি রিস্কি। এ অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই।’
এছাড়া আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে এরশাদের জন্য দোয়া কামনা করেছেন জিএম কাদের। পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতে প্রার্থনা কামনা করা হয়েছে।’
রক্তে হিমোগ্লোবিন ও লিভারে দীর্ঘদিনের সমস্যার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৬ জুন সিএমএইচ-এ ভর্তি হন এরশাদ। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টায় জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। তিনি জানান, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। এটি আমাদের কাছে শুভ লক্ষণ মনে হচ্ছে না। কিডনি যেভাবে কাজ করা কথা ছিল সেভাবে কাজ করছে না।’
এর আগে বুধবার (৩ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারিরীক অবস্থা এখনো অপরিবর্তিত আছে বলে জানিয়েছিলেন জি এম কাদের। এ সময় জাতীয় পার্টির পক্ষ থেকে এরশাদকে নিয়ে গুজব না ছড়ানোর প্রতিও আহ্বানও জানান তিনি।
কালের আলো/এসআর/এনএল