ইন্টারনেটে বাংলাদেশে সদস্য সংগ্রহের চেষ্টা করছে আইএস : আইজিপি
প্রকাশিতঃ 4:43 pm | July 01, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
হলি আর্টিজানের ঘটনার পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) অনুসারী জঙ্গি বাংলাদেশ থেকে দমন হলেও পুনরায় ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে তারা বাংলাদেশে সদস্য সংগ্রহের চেষ্টা করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।
তবে এতে ভয়ের কিছু নেই বলেও জানান তিনি। আইজিপি বলেন, দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে যাতে না পারে সে জন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে। হলি আর্টিজান মামলাটির সাক্ষ্যগ্রহণ সহসাই শেষ হবে বলে জানান তিনি।
সোমবার (১ জুলাই) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সমন্বিত সিসিটিভি মনিটরিং ব্যবস্থা, মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট চালু ও ‘কর্মবণ্টন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে আইজিপি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাংলাদেশ জঙ্গীরা আইএসের মতাদর্শ বাস্তবায়নে অনেকে সিরিয়া গেলেও একজনও ফিরে আসেনি বলেও জানান পুলিশ মহাপরিদর্শক।
তিনি বলেন, নব্য জঙ্গীরা আইএস মতাদর্শের দিকে ঝুঁকে পড়ছে। জেএমবির কেউ কেউ আইএসের অনুসারী হতে পারে বলে মনে করা হচ্ছে।
আমরা তাদের নজরদারিতে রেখেছি, গ্রেফতার করছি। গোয়েন্দা নজরদারী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় তাদের যে কোনো পরিকল্পনা নস্যাৎ করে দিতে পারবো’ দৃঢ়তার সঙ্গে বলেন পুলিশের আইজি।

পুলিশ প্রধান বলেন, ‘আইএসের পক্ষ থেকে জঙ্গিদের নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হলেও এখন পর্যন্ত আইএসে যোগদানকারী বাংলাদেশি কেউ দেশে ফিরে আসেনি।’
রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার মামলার বিষয়ে তিনি বলেন, চার্জশিট দেওয়ার পর মামলাটি বিচারাধীন রয়েছে। স্বাক্ষ্যগ্রহণ শেষ হলে চূড়ান্তভাবে রায় ঘোষণা হবে। হলি আর্টিজানের হামলার পর পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি তৎপরতা দমনে কাজ করে যাচ্ছে। এতে স্বল্প সময়ের মধ্যে জঙ্গি তৎপরতা কমিয়ে আনা সম্ভব হয়েছে বলেও জানান ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
এ সময় রংপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু সুফিয়ান, মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ফারুক, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/আরবি/এএ