রিফাতের খুনিদের ছবি সারাদেশে, সবাই গ্রেফতার অচিরেই : আইজিপি

প্রকাশিতঃ 10:27 pm | June 30, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রিফাত হত্যার ঘটনায় কেউ রেহাই পাবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

তিনি বলেছেন, রিফাতের খুনিদের ছবি দেশের সব সীমান্তসহ সারা দেশে পাঠানো হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

আইজিপি বলেন, খুনিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য দেশের সব সীমান্তসহ নদী, আকাশ ও সড়ক পথে চেকপোস্ট বসিয়ে নজরদারি করা হচ্ছে।

রোববার (৩০ জুন) বিকেলে রংপুর পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, আমরা ইতোমধ্যে খুনিদের সবাইকে চিহ্নিত করতে পেরেছি। আট জনকে গ্রেফতার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং অন্যান্য মাধ্যমে খুনিদের শনাক্ত করা হয়েছে। আমরা আশাবাদী অচিরেই সবাইকে গ্রেফতার করতে সক্ষম হবো।

তিনি বলেন, বরগুনা পুলিশ ছাড়াও সারাদেশে পুলিশের বিভিন্ন ইউনিট খুনিদের গ্রেফতারে কাজ করছে। ডিবি পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিটসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। অচিরেই ভালো খবর দিতে পারবো বলে আশা করছি।

রংপুর মেট্রোপলিটন পুলিশে যানবাহন সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ সংকট শুধু রংপুরে নয়। সারা দেশে পুলিশের যানবাহন ঘাটতি রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের জন্য বেশ কিছু গাড়ি বরাদ্দ দিয়েছেন। এগুলো সরবরাহ করা হলে সংকট অনেকটা লাঘব হবে।

তিনি আরো বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম সবেমাত্র শুরু হয়েছে। পর্যায়ক্রমে এখানে জনবল ও যানবাহনসহ সব ধরণের সুবিধা বৃদ্ধি করা হবে।

এ সময় রংপুর পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, লালমনিরহাটের পুলিশ সুপার রশিদুল হক, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান সাইফ প্রমুখ উপস্থিত ছিলেন

এদিকে বিকেলে টাউন হল হল চত্বরে কমিউনিটি পুলিশিং মেট্রোপলিটন কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ।

কালের আলো/এআর/এমএইচএ