নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিতঃ 6:05 pm | March 11, 2018

জাককানইবি সংবাদদাতা:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অগ্নি-বীনা হলের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে অগ্নি-বীনা হলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এএইচএম মোস্তাফিজুর রহমান।

অগ্নি-বীণা হলের প্রভোস্ট সিদ্ধার্থ দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, দোলনচাঁপা হল প্রভোস্ট জান্নাতুল ফেরদৌস, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্নি-বীনা হলের হাউজ টিউটর আসিফ ইকবাল আরিফ।

কালের আলো/ওএইচ